জামালপুরে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ২৫ মার্চ ২০১৯

২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জামালপুরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্মমভাবে নিহত শহীদদের স্মরণ করে সোমবার রাতে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালিয়ে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়।

মোমবাতি প্রজ্বলন করে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ।

Jamalpur

এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।