কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ৬
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী নন্দনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৭ জন।
সোমবার রাত আড়াইটার দিকে নন্দনপুর এলাকায় টিন বোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, টিন বোঝাইকৃত একটি ট্রাক উল্টে খাদে পড়ে ঘটনাস্থলে ৬ জন নিহত হয়। টিন বোঝাই ট্রাকটির উপর কিছু লোক বসা ছিল। ট্রাকটি উল্টে খাদে পড়লে তারা টিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
কুমিল্লা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, খবর পেয়ে উদ্ধার কাজে পুলিশের সঙ্গে তারা ৩টি ইউনিট নিয়ে যোগ দিয়ে ৬ জনের মৃতদেহ উদ্ধার করে এবং এসময় আরো ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ময়নামতি হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
হাইওয়ে ময়নামতি থানা পুলিশেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জাগো নিউজকে জানান, নিহতদের সবাই শ্রমিক। ৬ নিহতই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শাহীন (১৮), জাহিদুল ইসলাম (৪০), ফজলু মিয়া (৩৫), আনোয়ার (৩৫), সফিক (৩০) সহিদ (২৫)। আহত ৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো: কামাল উদ্দিন/এআরএস/এমএস