মানিকগঞ্জে দুই বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২৪ মার্চ ২০১৯

বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার বেলা ১১টার পর তারা ভোট বর্জনের ঘোষণা দেন।

এরা হলেন- দৌলতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের (আনারস প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আমিনুল রহমান (ঘোড়া প্রতীক)।

ভোট বর্জনের বিষয়টি এই দুই প্রার্থী দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার বরাবরে লিখিতভাবে জানিয়েছেন। তারা উল্লেখ করেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি ও তাদের কর্মীদের মারধর করে কেন্দ্র থেকে বের করা দেয়া হয়েছে। সে কারণেই ভোট বর্জন করছেন তারা।

তবে নৌকার প্রার্থী নুরুল ইসলাম রাজা এই অভিযোগ অস্বীকার করে বলেন, খুবই শান্তিপূর্ণ পরিবেশে দৌলতপুর উপজেলায় ভোট হচ্ছে। তারা দুইজন নিশ্চিত পরাজয় জেনেই মিথ্যা অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

বি.এম খোরশেদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।