সায়মা ওয়াজেদ পুতুলের নামে ভুয়া এনজিও, আটক ৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ভুয়া এনজিও খুলে প্রতারণার সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার সন্ধ্যায় নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের তিস্তা নদীর দুগম চরের জিনজিরপাড়ার এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছ চাপানি চৌধুরীপাড়ার আকবর হোসেন চৌধুরীর ছেলে আব্দুল খালেক চৌধুরী (৩৫), রংপুর জেলা সদরের কতোয়ালী থানার পপুলার-২ ধাপ এলাকার জিন্নাতুল করিম প্রধানের ছেলে সাজ্জাদ হোসেন শুভ (২৫) ও একই উপজেলার পশ্চিম গুরাতিপাড়ার ছপুয়ার রহমানের ছেলে ফরিদ আলী (২৫)।
পুলিশ জানায়, আটকরা সায়মা ওয়াজেদ পুতুলের নামে একটি এনজিও খুলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন অনুদানের জন্য ৩শ টাকা করে ভর্তি ফরম বিক্রি করছিলেন। তিস্তা এলাকার দরিদ্র মানুষকে পুঁজি করে ভুয়া এনজিও খুলে প্রতারণা করার সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে দেয়। এ সময় আটকদের হাতে ২০টি ফরম পাওয়া যায়। এ ঘটনায় ডিমলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাদী হয়ে মামলা করেছেন।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ বলেন, আটকরা ভুয়া এনজিও খুলে এলাকায় প্রতারণা করার জন্য এসেছিল। রোববার সকালে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জাহেদুল ইসলাম/আরএআর/আরআইপি