নির্বাচনে অনিয়ম হলে কঠিন পরিণতি হবে : এসপি মাসুদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৩ মার্চ ২০১৯

উপজেলা নির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ফলাফল ঘোষণা পর্যন্ত অব্যাহত থাকবে উল্লেখ করে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেছেন, শঙ্কামুক্ত ভোটগ্রহণে সব প্রস্তুতি নেয়া হয়েছে। সেভাবেই দায়িত্ব পালন করছে পুলিশ বাহিনী। শান্ত পরিবেশকে অশান্ত করে ব্যালট পেপার ছিনতাই বা নির্বাচনী কাজে কেউ বাধা দিলে হাত গুঁড়িয়ে দেব।

শনিবার কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে নির্বাচনে আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসপি মাসুদ বলেন, ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর যেকোনো ঘটনার অপচেষ্টা হলেই ম্যাজিস্ট্রেট, প্রিসাইডিং অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। প্রভাবশালীর প্রভাবে নতি স্বীকার না করে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। ভোটারবান্ধব ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করে দৃষ্টান্ত সৃষ্টির আহ্বান জানান তিনি।

এসপি মাসুদ হোসেন আরও বলেন, আগেই বলেছি, কক্সবাজারের উপজেলা পরিষদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়ির ঘটনার পুনারাবৃত্তির কোনো চিন্তা কেউ করলে সেটি হবে মারাত্মক ভুল। এ ধরনের চিন্তার আগে আইনের কঠিন পরিণতি ভোগ করতে হবে। চকরিয়া উপজেলার মতো আসন্ন সকল উপজেলা নির্বাচন সুষ্ঠু, পক্ষপাতহীনভাবে করতে জেলা পুলিশ বদ্ধ পরিকর। এটি করতে নির্বাচন সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এসপি।

মহেশখালী থানা পুলিশের ওসি প্রভাষ চন্দ্র ধরের সভাপতিত্বে ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রতন কুমার দাশ গুপ্ত ও মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার জুলকারনাইন প্রমুখ।

একইদিন জেলা পুলিশের উদ্যোগে পেকুয়া থানা পুলিশের ওসি জাকির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ ইকবাল হোসাইন, রামু থানা পুলিশের ওসি আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত রামুর ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম, টেকনাফ মডেল থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে টেকনাফের ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন- সহকারী পুলিশ সুপার (সদর) মু. সাইফুল ইসলাম, উখিয়া থানা পুলিশের ওসির সভাপতিত্বে ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন- সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বনিক।

সব ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাচন অফিসারগণ বক্তব্য রাখেন। প্রসঙ্গত, কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া, রামু, পেকুয়া ও মহেশখালীতে রোববার ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

সায়ীদ আলমগীর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।