দিনাজপুরে ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১৬ অক্টোবর ২০১৪

দিনাজপুরের হিলি সীমান্তে ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি (বিএসএফ)। হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় বুধবার রাত পৌনে ৯টার দিকে সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।

তারা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত কামেনি মহন্তের ছেলে ললিত মহন্ত (২৩), নওগাঁর বদলগাছী উপজেলার নারুলী গ্রামের নিখিল বর্মনের ছেলে পরিতোষ বর্মন (১৮), একই উপজেলার ঢেকরা গ্রামের মাইকেল হরেন বর্মনের ছেলে মাইকেল রতন বর্মন (২৭) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকয়া গ্রামের রণজিত কুমার সরকারের ছেলে নিতাই কুমার সরকার (২৮), চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৮) ও নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের আনন্দ প্রামাণিকের ছেলে বিশ্বজিৎ প্রামাণিক (২৪)।

ফেরত আসা ললিত মহন্ত জানান, বুধবার সকালে পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে বালুরঘাট যাওয়ার পথে হিলি বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে বিএসএফ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।