রাঙ্গামাটিতে আ.লীগ নেতা সুরেশ হত্যার ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৩ মার্চ ২০১৯
নিহত সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে হত্যার চারদিন পর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মনির হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

বিলাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, মামলায় উপজেলা জেএসএস’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমাসহ ২০ জনের নাম উল্লেখ করে আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।

এদিকে এ ঘটনায় রাঙ্গামাটি সদরের পৌরসভা বলপিয়ে আদম এলাকা থেকে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে স্নেহাশীষ চাকমা ওরফে আশিষ নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী।

রাঙ্গামাটির কোতয়ালী থানার পুলিশের ভারপা্রপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম রনি জানান, যৌথবাহিনী সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে আটক করেছে। থানায় নিয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন থেকে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা।

সাইফুল/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।