এক রাতে প্রাণ গেল পাঁচজনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২৩ মার্চ ২০১৯

চট্টগ্রামে পৃথক ঘটনায় গতকাল শুক্রবার (২২ মার্চ) রাতে পাঁচ নারী-পুরুষের মৃত্যু হয়েছে। এদের কেউ আত্মহত্যা করেছেন আবার কেউ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, কেউ হয়েছেন খুন।

পাঁচজনের মৃত্যুর খবর জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।

তিনি জানান, নগরের বন্দর থানার কাস্টমস মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। নিহতের নাম ওসমান গনি (২৯)। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার লহ্মীপুর গাজী বাড়ির আবুল খায়ের ছেলে ওসমান গনি।

এ ছাড়া সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকায় একটি রাইডার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মো. সোহেল (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, লোহাগাড়া উপজেলার কলাউজান এলাকায় দাম্পত্য কলহের জেরে মো. মোস্তাক (২২) নামে এক যুবক বিষপান করেন বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। রাতে পরিবারের লোকজন ওই যুবককে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্থানীয় ফরিদুল আলমের ছেলে।

এ ছাড়া হাটহাজারী থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে আনোয়ারা উপজেলার বরুমচড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে আব্দুল মোনাফ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল মোনাফ আনোয়ারা বরুমচড়া গ্রামে মৃত আব্দুর সাত্তারের ছেলে।

সূত্র জানায়, শুক্রবার (২২ মার্চ) রাত পৌনে ১২টার দিকে চাচা আবদুল মোনাফকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন ভাতিজা জাহাঙ্গীর। রাত ১টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু আজাদ/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।