চট্টগ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীদের গুলি : আহত ১


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ৩০ আগস্ট ২০১৫

চট্টগ্রামে চাঁদা না দেয়ায় নির্মাণ শ্রমিকের উপর সন্ত্রাসীদের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।  হামলায় মো. মাহফুজ (২২) নামের এক নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকালের দিকে নগরীর চাঁন্দগাও চাঁদ মিঞা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ মাহফুজকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চান্দগাঁও থানার উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু পুলিশের উপস্থিতির খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সূত্র জানায়, চাঁদমিয়া আবাসিক এলাকায় মো. নাছির নামের এক ব্যক্তি ভবন নির্মাণ করছেন। কাজ শুরু হওয়ার পর থেকেই স্থানীয় সন্ত্রাসী আরমান বাহিনীর লোকজন নাছিরের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় এর আগে তারা আড়াই লাখ টাকার মালামাল নিয়ে যায়।

রোববার কাজ চলাকালীন পুনরায় চাঁদা দাবি করে আরমান বাহিনীর লোকজন। চাঁদা না পেয়ে নির্মাণ শ্রমিকদের উপর হামলা চালায় তারা। এ সময় নির্মাণ শ্রমিক মাহফুজ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। গুলিবিদ্ধ মাহফুজ ভবন নির্মাণ কাজের কন্ট্রাক্টর ইব্রাহিমের ভাই।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক পঙ্কজ বড়ুয়া জানান, গুলিবিদ্ধ মাহফুজকে হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।