কক্সবাজার হবে ডিজিটাল সার্ফিং সিটি : পলক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২১ মার্চ ২০১৯

কক্সবাজার ডিজিটাল সার্ফিং সিটি হবে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কক্সবাজারকে একটি ডিজিটাল সার্ফিং সিটি হিসেবে বিশ্বের কাছ তুলে ধরা হবে। কক্সবাজারকে ঘিরে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। এখানে অনেকগুলো বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রামুতে গড়ে তোলা হচ্ছে হাইটেক পার্ক।

বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইনফো সরকার প্রকল্প ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত ইনফো সরকার প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ ও ইনফো সরকার প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ।

হিলডাউন সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ ও বিসিসির সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, ইউডিসির উদ্যোক্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।