বাইসাইকেল করে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা


প্রকাশিত: ১২:০৭ পিএম, ৩০ আগস্ট ২০১৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একদল ছাত্র দুইশ কিলোমিটার রাস্তা বাইসাইকেলে করে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

রোববার দুপুরে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুস্পমাল্য অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহম্মদ উল্লাহ এর নেত্বত্বে ৮ জনের একটি সাইকেলিস্ট দল বৃহস্পতিবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে। নোবিপ্রবি চত্বরে এ দিন আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান।

এ দলটি নোবিপ্রবিতে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করে এবং বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শেষ করে। এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. শাহজাহান ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ইঞ্জিনিয়ার এসএম এস্কেন্দার আলী উপস্থিত ছিলেন।

এসএম হুমায়ূন কবীর/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।