অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে জরিমানা


প্রকাশিত: ১১:০৯ এএম, ৩০ আগস্ট ২০১৫

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি বানানোর দায়ে বরগুনায় আল-মদিনা মিষ্টান্ন সুইটস নামের একটি মিষ্টির দোকান এবং ওই দোকানের কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানার ব্যবস্থাপককে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বোরবার বেলা ৩টার দিকে বরগুনা পৌর সভার ২নং ওয়ার্ডের ব্যাংক কলোনি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরগুনা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ ইব্রাহীম। সিলগালা করে দেয়া ওই মিষ্টির কারখানা ও দোকানের মালিকের নাম মো. খলিলুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ ইব্রাহীম জাগো নিউজকে জানান, আল-মদিনা সুইটস এর কারখানা থেকে পঁচা-বাসি উপকরণ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার ব্যবস্থাপক মো. এনায়েত হোসেনকে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও কারখানা সিলগালা করে দেয়া হয়।

এদিকে, জব্দকৃত ওইসব পঁচা-বাসি উপকরণ জনসম্মুখে নষ্ট করা হয়।

এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।