ওসমানী হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা রাজপথে


প্রকাশিত: ১০:১৬ এএম, ৩০ আগস্ট ২০১৫

ভাতা বৃদ্ধির দাবিতে চিকিৎসা সেবা বন্ধ রেখে রাজপথে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৮০ জন ইন্টার্নি চিকিৎসক।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রাখে ইন্টার্নি চিকিৎসকরা। এ কারণে সিলেট বিভাগের একমাত্র ৯০০ বেডের এই সরকারি হাসপাতালে জটিল রোগ নিয়ে ভর্তি ১৬০০ রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন।

ইন্টার্নি চিকিৎসক পরিষদ, সিলেটের সভাপতি মো. মাজহারুল হক অমিত এ প্রসঙ্গে বলেন, সব পেশার মানুষের বেতন ভাতা বাড়লেও ইন্টার্ন চিকিৎসকদের মাত্র ৯ হাজার ৭৯০ টাকা ভাতা দেয়া হচ্ছে। নুন্যতম ২৫ হাজার টাকা ভাতার দাবিতে তারা এ আন্দোলন করছেন বলে জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও কোনো পদক্ষেপ নেয়া হচ্ছেনা বলে অভিযোগ করেন ইন্টার্নি চিকিৎসকরা।

ওসমানী হাপাতালের প্রায় ১৮০ জন ইন্টার্ন চিকিৎসক এ কর্মসূচিতে যোগ দেন।


ছামির মাহমুদ/ এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।