চার ঘণ্টায়ও শূন্য ভোট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৮ মার্চ ২০১৯
ভোটার শূন্য কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র

পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের ৭টি উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। তবে ভোটার উপস্থিতি খুবই কম। নির্বাচন কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

এদিকে ভোট শুরুর চার ঘন্টা পরও মৌলভীবাজার সদর উপজেলার কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৯টি বুথের মধ্যে দুইটি বুথে একটিও ভোট পড়েনি। এই কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৯০০ জন। দুপুর ১২টা পর্যন্ত এখানে ভোট পড়েছে মাত্র ২২টি।

এর আগে সকাল সাড়ে ১০টায় এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট পড়েছে মাত্র ৮টি। এর মধ্যে চারটি বুথে একটি ভোটও পরেনি।

কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নিলাদ্রি শেখর বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। ভোটার আসলে ভোট দিতে পারবেন। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

রিপন দে/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।