নৌকায় সিল মেরে গোপন কক্ষে সেলফি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৮ মার্চ ২০১৯

পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে পার্বত্য জেলা রাঙ্গামাটির ১০ উপজেলায় ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর পর রাঙ্গামাটি সদর উপজেলার একটি কেন্দ্রে ভোটের গোপন কক্ষে সিল মারা ব্যালটসহ সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছেন এক ভোটার। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সকাল ১০টা ৫৩ মিনিটে মো. সাইদুল ইসলাম নামে এক ভোটার তার ফেসবুক আইডি থেকে তিনটি ছবি পোস্ট করে লিখেন, ‘রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচন চলছে, যোগ্য প্রার্থীকে আমার মূল্যবান ভোট দিয়েছি। আপনি দিয়েছেন তো???’। ছবিগুলোর মধ্যে একটি সিল মারা ব্যালটের ছবি, সিল মারা ব্যালটসহ বুথের ভেতর সেলফি এবং অন্যটি সদর উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. শহীদুজ্জামান মহসীনের ছবি। ছবিতে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর নৌকা প্রতীক, ভাইস চেয়ারম্যান পদে দুর্গেশ্বর চাকমার বই প্রতীক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন ইসলামের কলস প্রতীকে সিল মারা ব্যালট দেখা গেছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, এটি কেউ করতে পারেন না, এটা অন্যায়। গোপন বুথে ছবি তোলাটাই অপরাধ। এই বিষয়ে আইনে সুস্পষ্ট নির্দেশনা আছে। কেউ অভিযোগ করলে অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

Rangamati-Vot

এদিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে পুরো জেলা নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি এখানে কেন্দ্রে কেন্দ্রে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকে ভোটারের উপস্থিতি কিছুটা কম। সকাল থেকেই ভোটারের কোনো লাইন দেখা যায়নি।

এদিকে ভোটগ্রহণ শুরুর পর সকাল ১০টার দিকে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী বড়ঋষি চাকমা ভোটে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।

সাইফুল/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।