রামপালে ক্রেন ছিঁড়ে ফের দুই শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০১:১০ পিএম, ১৭ মার্চ ২০১৯
ফাইল ছবি

বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে ক্রেন ছিঁড়ে আবারও কর্মরত দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসির হোসেন (২৭) ও আসাদুর রহমান (৩২) নামে ওই দুই শ্রমিক নিহত হন। নাসির চাপাইনবাবগঞ্জ সদরের কালিনগর গ্রামের অনসার আলীর ছেলে এবং আসাদুর রহমান রামপাল উপজেলার ফজলুর রহমানের ছেলে।

রামপাল থানা পুলিশের ওসি মো. লুৎফর রহমান বলেন, রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ক্রেন ছিঁড়ে ওই দুই শ্রমিক আহত হন। শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়। রাতেই তারা চিকিৎসাধীন আবস্থায় মারা যান। তবে কখন এ দুর্ঘটনা ঘটেছে তা তিনি জানাতে পারেননি।

এর আগে ৩ মার্চ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কন্টেইনারের নিচে চাপা পড়ে এমডি নায়েব আলী (৪৫) ও মো. ফিরোজ (৪৯) নামের দুই শ্রমিক নিহত হয়েছিলেন।

শওকত আলী বাবু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।