আ.লীগের নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৪ মার্চ ২০১৯

সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালিতে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত ইউনিয়ন সাধারণ সম্পাদক সমীর কুমার জানান, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষ সনৎ কুমারের পক্ষে নৌকার মিছিল ও সমাবেশ শেষে নেতাকর্মীরা নির্বাচনী কার্যালয়ে ফেরে। পরে নেতাকর্মীরা বাড়ি ফিরে গেলেও অফিসে ৮/১০ জন নেতাকর্মী ছিলাম। হঠাৎ এ হামলার ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, এক সময়ের বিএনপি নেতা বর্তমানে আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুলতান সরদার ও তার সহযোগী কামরুল, সুজিত ও ফারদিন হাসান এহসান দীপসহ কয়েকজন এই হামলা করেছে। এতে ৬ নেতাকর্মী আহত হয়েছে।

তবে হামলার বিষয়ে জানতে বহিষ্কৃত নেতা সুলতান সরদারের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে পাটকেলঘাটা থানা পুলিশের ওসি রেজাউল ইসলাম বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।