থানায় তদবির করতে গিয়ে ভুয়া এএসপি ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৩ মার্চ ২০১৯

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এক আত্মীয়ের মামলা নিয়ে তদবির করতে এসে মো. কাউছার আলম (৩১) নামে এক ভুয়া জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) আটক করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়।

আটক কাউছার আলম সদর উপজেলার মজলিশপুর গ্রামের বাদশা আলমের ছেলে। এ ঘটনায় ফয়েজ ও কাউছার নামে আরও দুইজনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলার দারমা গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বিকেলে থানায় এসে কাউছার আলম নিজেকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে তার এক আত্মীয়ের মামলা সংক্রান্ত বিষয়ে তদবির করেন। সময় তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি পুলিশের কেউ নন। এরপর তাকে ও তার দুই সহযোগীকে আটক করা হয়।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।