সুশীল সমাজই দেশের চালক : অর্থ প্রতিমন্ত্রী


প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৯ আগস্ট ২০১৫

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমরা গ্রামে গ্রামে ঘুরে জনগণের ভোট নিয়ে ঢাকাই যাই। আমি সুনামগঞ্জের হাওরে হাওরে ঘুরে বেড়াই। আর ঢাকায় বসে বসেই সুশীল সমাজ আমাদের উপদেশ দেন। তাহলে সুশীল সমাজরাই দেশের চালক। শনিবার বিকেলে সিলেট চেম্বার অব কমার্স আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এমএ মান্নান এমন মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা ঠিক করে দেন। অথচ তারা কখনো গ্রামে যান না, মানুষের কাছে যান না। এতো উপদেশ না দিয়ে সুশীল সমাজই দেশচালক আমরা দেখি। বলা সহজ করা কঠিন।

মান্নান ব্যবসায়ীদের উদ্দ্যেশে বলেন, আপনাদের যেমন পরিবেশ, ভ্যাট কর্মকর্তাদের সবসময় মোকাবেলা করতে হয় তেমনি আমাদের মোকাবেলা করতে হয় সুশীল সমাজকে।

সিলেট চেম্বারের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, পবিত্র ধর্মগ্রন্থে আছে, একটা মানুষকে হত্যা করা মানে সমগ্র মানবজাতিকে হত্যা করা। এই মানবজাতি মানে কিন্তু হিন্দু, মুসলিম সকলে। নাস্তিকও কিন্তু মানবজাতিরই অংশ। আল্লাহতো নাস্তিকদেরও সহ্য করেন, তাদের খাবার দেন, প্রতিপালন করেন, তাহলে আমরা কেন হত্যা করবো?

সিলেট চেম্বার এবং ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত ‘লাভজনক ক্ষুদ্র শিল্প স্থাপন ও ব্যবসা শুরুর উপায়’ শীর্ষক কর্মশালায় এমএ মান্নান বিরোধী দলীয় নেত্রীর সাম্প্রতিক মন্তব্যকে উদ্ধৃত করে বলেন, বেগম খালেদা জিয়া বলেছেন, মিলেমিশে দেশ চালানোর কথা। খুবই ভালো কথা। আমি তাকে সাধুবাদ জানাই। কিন্তু মিলেমিশে দেশ চালানোর আগে, তার অতীত কর্মকাণ্ডের বিচার হতে হবে।

খালেদা জিয়াকে জবাব দিতে হবে, কেন আমাদের জীবন থেকে দুটো বছর নষ্ট করলেন? মানুষ হত্যা আর জ্বালাও পোড়াও করলেন?

কর্মশালায় সিলেটের উদ্যোক্তাদের উৎপাদনশীল খাতে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান এমএ মান্নান। সিলেট চেম্বারের সভাপতি সালাউদ্দিন আলী আহমদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট চেম্বারের পরিচলকবৃন্দ বক্তব্য দেন।
 
ছামির মাহমুদ/এমজেড/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।