৩ শিক্ষকের বদলি আদেশে বিক্ষোভ


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৯ আগস্ট ২০১৫

মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের তিন শিক্ষককে হঠাৎ বদলি করায় ক্ষুব্ধ হয়ে উঠেছে কলেজের শিক্ষার্থীরা। এই তিন শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে শনিবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। তাদের এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।

কলেজ ও বিক্ষুদ্ধ শিক্ষার্থী সূত্রে জানা গেছে, সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষক না দিয়ে হঠাৎ কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সমির কৃষ্ণ গোলদার, ইতিহাস বিভাগের প্রভাষক নাদিরুজ্জামান ও গণিত বিভাগের প্রভাষক খলিলুর রহমানকে মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজে বদলি করা হয়েছে।

এর প্রতিবাদে এবং বদলি প্রত্যাহারের দাবিতে কলেজ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা রিপন কাজীর নেতৃত্বে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

ছাত্র নেতারা জানান, কলেজে বিপুল সংখ্যক শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ করে দিয়ে এবং কোনো শিক্ষক নিয়োগ না দিয়ে মহাপরিচালক আকস্মিকভাবে এ তিন শিক্ষককে অন্যত্র বদলি করে দিয়েছেন। ফলে নাজিমউদ্দিন কলেজের লেখাপড়া বিঘ্নিত হবে। তার এ সিদ্ধান্ত পরিবর্তন করে বৃহত্তর স্বার্থে এ বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

তারা আরো জানান, অনতিবিলম্বে যদি তাদের এ বদলি আদেশ প্রত্যাহার না করা হয় তাহলে বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ কে এম নাসিরুল হক/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।