চাঁদপুরে আনারসে ভোট চাচ্ছেন আ.লীগ নেতারা
চাঁদপুরে সবসময়ই আলোচিত উপজেলা কচুয়া। এখানে রয়েছেন ৪বারের নির্বাচিত সংসদ সদস্য (এমপি) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। আর এবার উপজেলা পরিষদ নির্বাচনে এখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
অথচ কচুয়া আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগসহ শীর্ষস্থানীয় নেতারা গণসংযোগে নেমেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব ফয়েজ আহমেদ স্বপনের (আনারস) পক্ষে। মঙ্গলবার (১২ মার্চ) দিনব্যাপী উপজেলার সাচার, পাথৈর, বিতারা ইউনিয়ন ও পৌর বাজারের গণসংযোগ ও প্রচার প্রচারণায় আনারস মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তারা।
এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য মো. শহিদ উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন, যুগ্ম-সম্পাদক মোতাহের হোসেন দুলাল প্রধান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. কলিম উল্লাহ, আহসান হাবীব প্রাঞ্জল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়সহ দলীয় কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইকরাম চৌধুরী/এমএসএইচ/এফএ/জেআইএম