ব্রহ্মপুত্রে টানেল নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৯ আগস্ট ২০১৫

ব্রহ্মপুত্র সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কমিটির এক বিশেষ সমাবেশ শনিবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বালাসী থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ স্থাপনে টানেল নির্মাণের উপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করায় বক্তারা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এই টানেল নির্মাণের ফলে উত্তরাঞ্চলের পঞ্চগড় থেকে বগুড়া-জয়পুরহাট পর্যন্ত ১০টি জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং অর্থনীতিতে আমুল পরিবর্তন আসবে। তারা প্রধানমন্ত্রীকে এ টানেল নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ আগস্ট ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কে কাটাখালী নদীতে বড়দহ সেতুর উদ্বোধনকালে ব্রহ্মপুত্রের তলদেশে টানেল নির্মাণের সম্ভাব্যতার বিষয়টি উল্লেখ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার ওমর হায়াত স্বপন, অ্যাডভোকেট শামসুজ্জোহা, গোলাম মারুফ মনা, নির্বানেন্দু বর্মণ, আতোয়ার রহমান, জেএইচ মুজকুরী অনু, ইলিয়াস হোসেন, আব্দুল মোত্তালেব হোসেন, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ, আব্দুল কুদ্দুস চৌধুরী, মাসুদ আহমেদ, জাপানী মণ্ডল, জুয়েল মিয়া, ডা. শাহজাহান প্রামানিক, আবুল হোসেন প্রমুখ।

অমিত দাশ/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।