নাটোরে যুবলীগের মিছিলে হামলা : দুইজন গুলিবিদ্ধ


প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৯ আগস্ট ২০১৫

নাটোরে যুবলীগের মিছিলে দুবৃর্ত্তদের হামলায় দুই জন গুলিবিদ্ধ হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে তেবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। দফায়-দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। গুলিবিদ্ধ যুবলীগ কর্মী রাজিব ও নাজমুল নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রাজিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের স্টেশন বাজারে সদর থানা যুবলীগের শোকসভায় যোগ দিতে তেবাড়িয়া এলাকা থেকে মিছিল নিয়ে কর্মীরা স্টেশন বাজারের দিকে আসছিলো নেতা-কর্মীরা। এ সময় বিএনপির কর্মীরা মিছিলে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া সেলফোনে জানান, বিএনপির হামলায় তাদের ৪ নেতা-কর্মী আহত হয়েছে।  

এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী সেলফোনে জানান, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।