রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ১১:৩৬ পিএম, ১১ মার্চ ২০১৯

রাজশাহীগামী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে দুই ঘণ্টা বন্ধ ছিল রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর উপকণ্ঠ হরিয়ান স্টেশনে দুর্ঘটনাকবলিত বগিটি রেখে পাশের লাইন খুলে দেয়া হয়েছে।

এর আগে স্টেশনের প্রবেশপথে লাইনচ্যুত হয় মধুমতি এক্সপ্রেসের ‘ক’ নম্বর বগিটি। এতে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ অন্যান্য সব রুটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

মধুমতি এক্সপ্রেস রাজবাড়ী থেকে রাজশাহী যাচ্ছিল। রাজশাহী রেলওয়ে থানার ওসি সাঈদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী থেকে রাজশাহী রেল স্টেশনের উদ্দেশে আসছিল। পথে হরিয়ান রেলওয়ে স্টেশনে ‘ক’ নম্বর বগি লাইনচ্যুত হয়। রাত সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত বগিটি রেখে ইঞ্জিনসহ অন্য বগিগুলো সরিয়ে নেয়া হয়। এরপর পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এলে যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ শুরু হবে বলেও জানান তিনি।

ফেরদৌস সিদ্দিকী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।