বেনাপোলে বাবাকে কুপিয়ে জখম করলো ছেলে


প্রকাশিত: ০২:০৮ পিএম, ২৯ আগস্ট ২০১৫

যশোরের বেনাপোলে অবৈধ কর্মকাণ্ডে বাঁধা দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম করেছেন ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের টার্মিনাল পাড়ার খালেদ (৩০) তার বাবা রহমানকে কুপিয়ে জখম করেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জাগো নিউজকে জানান, খালেদের নামে বেনাপোল পোর্ট থানায় প্রবেশ করে পুলিশ কর্মকর্তা মতিয়ারকে ছুরি মেরে আহত, বিভিন্ন নারী-পুরুষকে নিজ বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবি ও শারীরিক নির্যাতন, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। এসব কাজে অসহায় বাবা রহমান তাকে বাঁধা দিলে প্রায়ই মারধরের শিকার হতেন তিনি। এর আগেও তিনি কয়েকবার কৌশলে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। সর্বশেষ ২৭ আগস্ট সাজ্জাত (১৬) নামে এক কিশোরকে চোরাচালান পণ্য ধরিয়ে দেওয়ার অভিযোগ এনে খালেদ তার বাড়িতে দু’দিন ধরে আটকে রেখে শরীরে সুচ ফুটিয়ে নির্যাতন ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।
 
বিষয়টি কিশোরের পরিবার পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ তার কবল থেকে কিশোরকে উদ্ধার করে। এসময় কৌশলে পালিয়ে যান খালেদ। বিষয়টি নিয়ে খালেদের বাবা তাকে বকাবকি করলে ক্ষিপ্ত হয়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন খালেদ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।

মো. জামাল হোসেনে/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।