মেয়েকে দেখেই ছেলে রাজি, বাবা-মায়ের সন্দেহে বর-ঘটক ধরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১১ মার্চ ২০১৯

রংপুরের তারাগঞ্জে বিয়ে করতে এসে সেনাবাহিনীর এক ভুয়া সদস্যসহ ঘটকের স্ত্রীকে রোববার রাতে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর পাঁচটারিপাড়া গ্রামে বিয়ে করতে এসে ধরা পড়েন তিনি।

গ্রেফতার মোফাজ্জল হোসেন (২৬) ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর গ্রামের লোকমান হোসেনের ছেলে।

জানা যায়, সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে গত রোববার ওই গ্রামে মেয়ে দেখতে আসেন মোফাজ্জল। এ সময় মেয়েকে দেখেই বিয়ে করতে রাজি হন মোফাজ্জল। এদিকে ওই মেয়ের বাবা-মায়ের সন্দেহ হলে মোফাজ্জলের খোঁজখবর নিয়ে জানতে পারেন মোফাজ্জল মিথ্যা পরিচয় দিয়ে তার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন। পরে ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় মোফাজ্জলসহ ঘটক আব্দুল মান্নানের স্ত্রী সেলিনা বেগমকে পুলিশে সোপর্দ করেন তারা।

হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বাবুল বলেন, প্রথমে আমাকে ওই এলাকার লোকজন বিষয়টি জানিয়েছেন। পরে খোঁজ নিয়ে দেখা গেছে সেনাবাহিনীর ভুয়া সদস্যের পরিচয় দিয়েছেন ওই প্রতারক।

তারাগঞ্জ থানা পুলিশের এসআই মশিউর রহমান বলেন, এ ঘটনায় রোববার রাতে মোফাজ্জল হোসেন, সেলিনা বেগম, আব্দুল জলিল ও আব্দুল মান্নানকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। ভুয়া সেনাবাহিনী মোফাজ্জল ও ঘটক আব্দুল মান্নানের স্ত্রী সেলিনা বেগমকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়েছে।

জিতু কবীর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।