বুড়িগঙ্গায় ট্রলারডুবি : ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
ফতুল্লায় বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনার ১৬ ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নিহত ব্যক্তির নাম সতেন্দ্র (৫৫)। এছাড়া ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করে ট্রলারে থাকা মরদেহটি উদ্ধার করে।
এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদন্নোতি) মাসুম আহম্মেদ ভূইয়া। এ সময় ফায়ার সার্ভিস থেকে মরদেহ বুঝে নেয় কেরানীগঞ্জ থানা পুলিশ। পরে নিহতের জামাই দিপক চন্দ্র দাস মরদেহ শনাক্ত করলে পুলিশ তার কাছে মরদেহ হস্তান্তর করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ট্রলারডুবির ঘটনায় আমাদের জানামতে একজন ব্যক্তিই নিখোঁজ ছিল। সে হিসেবে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার ও ট্রলার শনাক্ত করার পর উদ্ধার কাজ সমাপ্ত করা হলো। পরে বিআইডব্লিউটিএ ট্রলারটি উদ্ধার করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
শাহাদাত হোসেন/এফএ/এমকেএইচ