নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৯ আগস্ট ২০১৫

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে চিত্রা নদীর ফেরিঘাট এলাকা থেকে এসএম সুলতান সেতু (চিত্রা সেতু) পর্যন্ত নৌকাবাইচ প্রতিযোগিতায় নারীদের ৩টি ও পুরুষদের ১৯টি নৌকা অংশগ্রহণ করে।

এসময় নৌকাবাইচ দেখতে বিভিন্ন অঞ্চল থেকে দর্শকেরা চিত্রা নদীর পাড়ে ভিড় করেন।
narailপ্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে নদীর দুই তীরে দাড়িয়ে প্রায় লক্ষাধিক মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন।

বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়।
narailজেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন আয়োজনে এবং প্রাণ-আপের সহযোগিতায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে, নড়াইলের সুলতান মঞ্চ চত্ত্বরে তিন দিনব্যাপি ‘সুলতান উৎসব’ শুক্রবার শেষ হয়েছে।  উৎসবে আর্টক্যাম্প, চিত্রপ্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ার চিত্রা পাড়ে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নীলু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।