নৌকায় সাড়ে ৮ লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:৩২ এএম, ১১ মার্চ ২০১৯

কক্সবাজারের টেকনাফে ৮ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি অভিযানকারীরা।

সোমবার ভোরে হ্নীলার দমদমিয়া ওমরখাল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, নাফ নদী অতিক্রম করে দেশে ইয়াবার একটি বিশাল চালান প্রবেশ করবে এমন গোপন সংবাদে নাফ নদী লাগোয়া ওমরখালে অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় ইয়াবা পাচারকারীরা দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে বেত বাগানের ভেতর পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি করে আট লাখ চল্লিশ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী আরও জানান, উদ্ধার ইয়াবাসমুহ ২ বিজিবি সদর দফতরে জমা রাখা হয়েছে যা পরবর্তিতে উধ্বর্তন কর্তৃপক্ষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুদ জামান খান কামাল ও পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারীর হাতে ১০২ জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করলেও ইয়াবা পাচার কোনো মতেই থামছে না।

সায়ীদ আলমগীর/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।