২ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি


প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৯ আগস্ট ২০১৫

সিলেট জেলার গোয়াইনঘাট থানা পুলিেশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ও উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানকে প্রত্যাহারের দাবিতে আমরা গোয়াইঘাটবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আমজনতা বাংলাদেশের আহ্বায়ক মো. কামরুল হাসান জুলাসের সভাপতিত্বে এমএইচকে শাহীন আহমদের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জাগো সিলেট আন্দোলনের সভাপতি আলাউদ্দিন আলো, সংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সোনার বাংলা সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী রাহেলা আক্তার রানী, বাংলাদেশ ছাত্র সমিতি সিলেট শাখার সাধারণ সম্পাদক চপল কান্তি সরকার, ছাত্রনেতা জোনায়েদ হোসেন প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ওসি আব্দুল হাই গোয়াইনঘাটবাসীকে অন্যায়ভাবে মিথ্যা মামলা হামলায় হয়রানি করছেন। যার কারনে গোয়াইঘাটের নিরীহ মানুষ আজ এই দুর্নীতিবাজ ওসির মিথ্যার কবল থেকে বাঁচতে চায়।

বক্তারা অভিযোগ করে বলেন, ওসি আব্দুল হাই এর আতঙ্কে রয়েছেন গোয়াইনঘাট উপজেলাবাসী। টাকা ছাড়া তিনি সত্য মিথ্যা কোনো কিছু বুঝেন না। ওসি আব্দুল হাই এর নির্যাতনের শিকার শত শত পরিবার ভিটে মাটি হারা হয়েছে।

ছামির মাহমুদ/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।