এক ঘণ্টা আগে মাইক বাজিয়ে প্রার্থী ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৯ মার্চ ২০১৯

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভাইস-চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনিরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে এ জরিমানা করা হয়। তিনি তালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ২১ ধারা লঙ্ঘন করায় বালিয়াকান্দি উপজেলার ভাইস-চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিনরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাচন সহকারী রিটার্নিং অফিসার।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা জানান, বিধিমালা অনুযায়ী দুপুর ২টার পূর্বে ও রাত ৮ পরে উচ্চস্বরে মাইক বাজিয়ে প্রচারণা চালানো নিষেধ। কিন্তু ভাইস-চেয়ারম্যান প্রার্থী মরিরুজ্জামান মনির দুপুর পৌনে ১টার দিকে প্রচারণা মাইক নামানোয় এ জরিমানা করা হয়েছে। সকল প্রার্থীর ক্ষেত্রেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আগামী ২৪ মার্চ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাসহ জেলার ৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বালিয়াকান্দিতে ৩ জন চেয়ারম্যান, ২ জন পুরুষ ও ২ জন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রুবেলুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।