ছুটিতে বাড়ি এসে প্রতিপক্ষের হামলায় সেনা সদস্য নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মিজাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৮ মার্চ ২০১৯

টাঙ্গাইলের মির্জাপুরে ছুটিতে বাড়িতে এসে প্রতিপক্ষের হামলায় আজিজুল ইসলাম (৩২) নামে এক সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল ইসলাম একই এলাকার মৃত আবদুর রউফ মিয়ার ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, দুইদিন আগে সেনা সদস্য আজিজুল ইসলামের ভাই ও তার ছেলের সঙ্গে প্রতিপক্ষের ঝগড়া হয়। পরে সে ঝগড়া উত্তরপাড়া ও দক্ষিণ পাড়ার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। বৈঠকের মাধ্যমে এ ঝগড়ার সমাধান হওয়ার কথা থাকলেও পরে তা আর হয়নি।

এর রেশ ধরে সেই ঝগড়া শুক্রবার আবার শুরু হলে প্রতিপক্ষের হামলায় ছুটিতে বাড়ি আসা সেনা সদস্য আজিজুল ইসলাম মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠাতে বলেন। পরে ঢাকায় নেয়ার পথে সেনা সদস্যের মৃত্যু হয়। তার মরদেহ মির্জাপুর থানায় রয়েছে বলে ওসি জানান।

এরশাদ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।