যশোরে যুবক গুলিবিদ্ধ : আটক ২


প্রকাশিত: ০৯:১৬ এএম, ২৯ আগস্ট ২০১৫

যশোরে পূর্ব বিরোধের জের ধরে বাচ্চু (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ বাচ্চু ওই এলাকার আব্দুল শেখের ছেলে। এঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে বাচ্চু রায়পাড়া জামতলা এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এসময় তিন রাউন্ড গুলির শব্দ শুনে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ জানান, বাচ্চুর বুক ও পেটে তিন রাউন্ড গুলি বিদ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সিকদার আককাছ আলী জানান, পূর্ব বিরোধের জের ধরে বাচ্চু গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় শনিবার ভোরে পুলিশ জনি ও ইমরান হোসেন নামে দু’জনকে আটক করেছে। কি কারণে তাকে গুলি করা হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।

মিলন রহমান/এমএএস/এমআরআই


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।