সব চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সুবিধা নিলে অর্থ বাঁচবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৮ মার্চ ২০১৯

বাংলাদেশের সরকারি ৩টি টেলিভিশনসহ ৪টি বেসরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সুবিধা গ্রহণ করছে। এ মাসের মধ্যে সবকটি চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সুবিধা গ্রহণ করলে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গালর্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি একথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদেই বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করা হবে।

এছাড়া ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর করা হলে টেলিমেডিসিনের মাধ্যমে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা প্রদান করা হবে বলেও জানান তিনি।

বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গালর্স স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, বিজয় ডিজিটাল কোম্পানির সিইও জেসমিন আক্তার জুই, জেলা প্রশাসক মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান ও গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলামসহ প্রমূখ।

রুবেলুর রহমান/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।