মমতা নার্সিং ইনস্টিটিউট নিয়ে হচ্ছেটা কী?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৮ মার্চ ২০১৯

সবেমাত্র ক্লাসে ফিরেছেন রাজশাহীর মমতা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নিয়মিত অংশ নিচ্ছেন ক্লিনিক্যাল প্র্যাকিটিসে। হাতে-কলমে দক্ষ হয়ে উঠছেন মানবসেবায়। কিন্তু এরইমধ্যে নতুন করে প্রতিষ্ঠানটিকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে স্থানীয় একটি চক্র।

প্রতিষ্ঠানটির সম্মানীত অবৈতনিক চেয়ারম্যান ঢাকা পুলিশের বিশেষ শাখার সুপার আবদুর রহিম শাহ চৌধুরী। তার দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু চেয়ারম্যানকে ঠেকাতে তার বিরুদ্ধে বিভিন্ন দফতরে দেয়া হয়েছে লিখিত মিথ্যা অভিযোগ। নানান কায়দায় চলছে হুমকি ও অপপ্রচার। তবে এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ২০১৬ সালের ১০ অক্টোবর প্রতিষ্ঠানটিকে পাঠদানের অনুমোদন দেয় বাংলাদেশ নার্সিং কাউন্সিল। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকেই তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারী কোর্সের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে সেখানে প্রথম ব্যাচে ৪৫ জন, দ্বিতীয় ব্যাচে ৩৬ জন এবং তৃতীয় ব্যাচে ৪৯ শিক্ষার্থী অধ্যয়নরত।

শুরুতে প্রতিষ্ঠানটির দাফতরিক ঠিকানা দেখানো হয় চেয়ারম্যান আবদুর রহিম শাহ চৌধুরীর পৈত্রিক নিবাস, নগরীর হেতেমখা বি-২৩৪ ভবন। যদিও ভবনটির কিছু অংশ আগে থেকেই ছাত্রাবাস হিসেবে ভাড়া দেয়া আছে। পরে প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয় নগরীর বহরমপুর সিটি বাইপাস এলাকার একটি ভাড়া বাড়িতে। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে প্রতিষ্ঠানটি চলে যায় নগরীর বালিয়াপুকুর (দেবিসিংপাড়া) এলাকার স্থায়ী ক্যাম্পাসে।

ক্যাম্পাস ভবনের একটি অংশের মালিকানা আবদুর রহিম শাহ চৌধুরীর। ক্যাম্পাসের জন্য ভবনটি ভাড়ার বিনিময়ে নেয়ার কথা থাকলেও মালিক পক্ষের সঙ্গে চুক্তি করেননি তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শবনম মোস্তারি মমি এবং মনিরুজ্জামান বাবুল।

অভিযোগ রয়েছে, মনিরুজ্জামান বাবুল ও শবনম মোস্তারি মমি ২০১৬-১৭ এবং ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি ও বেতন বাবদ আদায় ৫০ লাখ টাকা প্রতিষ্ঠানে জমা না করে আত্মসাৎ করেন। আত্মসাৎ করেন ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে আদায় করা আরও ৩ লাখ টাকা। বিধি অনুযায়ী, ৫ শতাংশ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী ভর্তির কথা থাকলেও তা করেননি। উল্টো অতিরিক্ত অর্থ নিয়ে কম যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের ভর্তি করিয়েছেন।

এছাড়াও অভিজ্ঞ শিক্ষক এবং অধ্যক্ষ না থাকায় প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। বন্ধ ছিলো ক্লিনিক্যাল প্র্যাকটিস। প্রতিবাদ করায় উল্টো নানান ভাবে হয়রানির শিকার হতে থাকেন শিক্ষার্থীরা। প্রতিবাদের শাস্তিস্বরূপ ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন কার্ড ও সার্টিফিকেট হাতিয়ে নিয়ে জিম্মি করেন মনিরুজ্জামান বাবুল ও শবনম মোস্তারি মমি। এই দুই কর্মকর্তার নানান অপকর্মের প্রতিকার চেয়ে ২০১৮ সালের ২৫ নভেম্বর নার্সিং কাউন্সিলে অভিযোগ দেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে দুদিন পর ২৭ নভেম্বর তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করে নার্সিং কাউন্সিল। কমিটির সদস্যরা হলেন রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং কলেজের অধ্যক্ষ সাদেকা খাতুন ও রাজশাহী নার্সিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ মনিজ্জা খাতুন। তদন্তে অভিযোগের সত্যতা পায় কমিটি। ১৫ কর্মদিবসের মধ্যে গোপন প্রতিবেদনও দেয় কমিটি।

সূত্র আরও জানায়, অবৈতনিক চেয়ারম্যান হওয়ায় এতদিন প্রতিষ্ঠানের কার্যক্রমে হস্তক্ষেপ করেননি আবদুর রহিম শাহ। এই দুই কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষার্থীরা তাকেও অভিযোগ দেন। পরিস্থিতি জানতে চায় নার্সিং কাউন্সিলও। সর্বশেষ ১০ ডিসেম্বর নিয়ন্ত্রক সংস্থাকে উদ্ভুত পরিস্থিতি অবগত করেন চেয়ারম্যান। প্রতিষ্ঠানের হতাশাগ্রস্ত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত এই দুই কর্মকর্তাকে বাদ দিয়ে নতুন অধ্যক্ষ নিয়োগ করে পাঠদান কার্যক্রমে গতি আনেন।

তবে এতে ক্ষিপ্ত হয়ে মনিরুজ্জামান বাবুল ও শবনম মোস্তারি মমি নগরীর কলাবাগান ডা. রাজিব চত্বর এলাকায় একই নামে প্রতিষ্ঠান চালু করেন। অধ্যয়নরত শিক্ষার্থীদের সেখানে নিয়ে যাওয়ার চেষ্টাও করেন তারা। শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে প্রতিষ্ঠানের নামে অপপ্রচারে নামেন। ওই সময় তারা শিক্ষার্থীদের নাম করে বিভিন্ন দফতরে অভিযোগ দেন। ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেন।

এখনও নিজেদের ওই প্রতিষ্ঠানের মালিক দাবি করেন মনিরুজ্জামান ও শবনম মোস্তারি মমি। এই দুজনের দাবি, তারাই প্রতিষ্ঠানের প্রকৃত মালিক। তাদের নামেই ২০১৮ সালের ৮ ডিসেম্বর রাজশাহী সিটি করপোরেশন প্রতিষ্ঠানের নিবন্ধন দেয়। যার নম্বর ০১৯। নিবন্ধন নিতে এই আবেদন জমা পড়ে ওই বছরের ৭ আগস্ট।

তবে এর প্রায় চার মাস আগেই যৌথ মালিকানা প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধনে জয়েন্ট স্টক কোম্পানি এবং ফার্মস এ আবেদন জমা পড়ে। ১৮ এপ্রিল প্রতিষ্ঠানটির হয়ে শাহ মাহবুবুর রহমান চৌধুরী এই আবেদন করেন। ওই বছরের ১৫ অক্টোবর মমতা নার্সিং ইনস্টিটিউট নামের ছাড়পত্র দেয় জয়েন্ট স্টক কোম্পানি। গত বছর ২৭ ফেব্রুয়ারি চূড়ান্ত নিবন্ধন পায় প্রতিষ্ঠানটি। যার নিবন্ধন নম্বর সি-১৫০৩৪৭। নিবন্ধিত এই প্রতিষ্ঠানটিতে মনিরুজ্জামান ও শবনম মোস্তারি মমির মালিকানা নেই বলে জানা গেছে।

অনিয়মের অভিযোগ অস্বীকার করে মনিরুজ্জামান ও শবনম মোস্তারি মমি বলেন, আবদুর রহিম শাহ চৌধুরী প্রতিষ্ঠানের অবৈতনিক চেয়ারম্যান। এতে তার আর্থিক দায়-দায়িত্ব নেই। কেবল তার ভবন ভাড়া নিয়েছেন মাত্র। কিন্তু তিনিই এখন প্রতিষ্ঠান দখলে নিয়েছেন। সর্বশেষ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তির ১১ লাখ টাকা আত্মসাত করেছেন। প্রতিকার পেতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক ও রাজশাহী নগর পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তারা।

তবে অভিযোগের বিষয়ে চেয়ারম্যান আবদুর রহিম শাহ চৌধুরী বলেন, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে এটি চলবে এমন শর্তে তিনি প্রতিষ্ঠানটিতে সম্পূর্ণ অবৈতনিক চেয়ারম্যান হিসেবে যুক্ত হন এবং তার মালিকানাধীন ভবনটিতে প্রতিষ্ঠানটি ভাড়া দেন। অথচ শুরু থেকেই মনিরুজ্জামান বাবুল ও শবমন মোস্তারি মমি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, বাড়িভাড়া না দেয়া সহ নানান অপকর্মে জড়িয়েছেন। বার বার তাগাদা দেয়া সত্ত্বেও তারা কৌশলে বিষয়টি এড়িয়ে গেছেন। উল্টো তাকেই চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের কথা মাথায় রেখে নার্সিং কাউন্সিলের পরামর্শ অনুযায়ী পরিচালনা পর্ষদ থেকে এই দুজনকে বাদ দেয়া হয়।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।