বিরতিহীন পরীক্ষার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন


প্রকাশিত: ১০:৩৫ এএম, ০৮ জুলাই ২০১৪

প্রশ্ন-পত্র ফাঁস রোধে বিরতিহীন পাবলিক পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে স্থানীয় সামাজিক সংগঠন হ্যাপী ক্লাবের আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে শহরেরর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। মানবন্ধনে বক্তারা বলেন, সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে অচিরেই তারা কঠোর কর্মসূচী ঘোষনা করবেন। উল্লেখ্য প্রশ্ন পত্র ফাঁস রোধে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে পাবলিক পরীক্ষায় বিরতি না রাখাসহ বেস কয়েকটি সুপারিশ পেশ করেছে। সে মোতাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পাবলিক পরীক্ষায় সরকারী ছুটির দিন ব্যাতীত অন্য কোন দিন পরিক্ষায় বিরতি না রাখার ঘোষনা দেন । মানববন্ধনে বক্তব্য রাখেন- সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাজিদা হাবিবা শান্তা, সরকারি কলেজের হাফিজুর রহমান জাহিদসহ আরও অনেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।