মহেশপুরে ভারতীয় এয়ারগানের সরঞ্জাম উদ্ধার


প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৯ আগস্ট ২০১৫

ঝিনাইদহের মহেশপুরের পুড়োপাড়া এলাকা থেকে ভারতীয় তৈরি এয়ারগানের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত সারঞ্জামের মধ্যে রয়েছে এয়ারগানের ২৮টি বডি, ১৭টি ব্যারেল ও ৫টি বাট। শনিবার সকালে এ সব সরঞ্জাম উদ্ধার করা হয়।  

মহেশপুর থানা পুলিশের ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে জেলার মহেশপুর উপজেলার পুড়োপাড়া বাজারে অভিযান চালায় পুলিশ।অভিযানকালে পরিত্যাক্ত অবস্থায় একটি বস্তা থেকে ভারতীয় অস্ত্রের এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।


সীমান্ত পথে চোরাকারবারীরা নতুন এসব এয়ারগানের সরঞ্জাম দেশের অভ্যন্তরে নিয়ে এসেছিল। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।  

এ ঘটনায় মহশেপুর থানায় চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছে।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।