মিঠামইনে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে দুই যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১২:৪৯ এএম, ০৬ মার্চ ২০১৯

কিশোরগঞ্জের মিঠামইনে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে জাহাঙ্গীর আলম ও শুকুর মাহমুদ নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার মিঠামইন উপজেলা সদরের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন কামালপুর গ্রামের হাজী মোমতাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম ও একই গ্রামের পছন্দর মিয়ার ছেলে শুকুর মাহমুদ।

পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ নাজমুল ইসলাম সোপান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ ও নিহতের আত্মীয়রা জানান, দুপুরের দিকে মিঠামইন বাজারে অবস্থিত একটি হোমিওপ্যাথিক দোকান থেকে ওষুধ খান দুই বন্ধু। এর কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়লে তাদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সেখানে অবস্থার অবণতি হলে আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যার পর কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপপাতালের চিকিৎসক মো. আলী আকবর খান বলেন, ‘মৃতুর পর দুজনকে হাসপাতালে আনা হয়েছে। ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা পোস্ট মর্টেমের পর জানা যাবে।’

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নূর মোহাম্মদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।