ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে সরাইল উপজেলার বেড়তলা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কের দুপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শনিবার ভোর থেকেই এই যানজট সৃষ্টি হয়। এর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।
খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনজার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সরাইল উপজেলার শাহবাজপুরে সেতু মেরামত কাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
এর ফলে বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে সরাইল উপজেলার বেড়তলা পর্যন্ত মহাসড়কের দুপাশে বহু যানবাহন আটকে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
# ২২ ঘণ্টা পর চালু হলো ঢাকা-সিলেট মহাসড়ক
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস