জয়পুরহাটে ২ দিনব্যাপি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব


প্রকাশিত: ০৫:১৬ এএম, ২৯ আগস্ট ২০১৫

`ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন` এ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে ২ দিনব্যাপি প্রথম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।

জয়পুরহাট চিলড্রেনস ফিল্ম সোসাইটির উদ্যোগে জেলা শিল্পকলা অ্যাকাডেমি ও চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর সহযোগিতায় শুক্রবার ও শনিবার জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।

এ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, ইতালি, ইরান, থাইল্যান্ড, জার্মানিসহ মোট ৭ টি দেশের চলচ্চিত্র প্রর্দশন চলছে।



আহম্মেদ মোশাররফ হোসেন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাড. সামছুল আলম দুদু এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকমল হোসেন, নাট্যকার ও নির্দেশক মাসুদ সেজান, অ্যাড.মোমিন আহম্মেদ চৌধুরী জিপি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, আমার বন্ধু রাশেদ এর অভিনেতা আফনান, চিলড্রেনস ফিল্ম সোসাইটির উপ-পরিচালক আবির ফেরদৌস মুখর প্রমুখ।

বক্তব্য শেষে ড. আকমল হোসেন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।