চাঁপাইনবাবগঞ্জে ধ্বংস করা হলো ৮ কোটি টাকার মাদক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৫ মার্চ ২০১৯

চাঁপাইনবাবগঞ্জে মাদক চোরাচালান ও মাদক সেবন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসম্মুখে প্রায় ৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মহানন্দা নদীর ওপারে বারঘোরিয়ায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পার্শ্ববর্তী মাঠে চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবির ৫৩ ও ৫৯ ব্যাটালিয়ন কর্তৃক আটককৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ২ হাজার ৫৩৯ বোতল বিদেশি মদ, ৫৪ হাজার ২৩২ বোতল ফেনসিডিল, ২২ কেজি ৩৯০ গ্রাম হেরোইন, ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজা, ২৭ হাজার ৫০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৬৯ পিস নেশা জাতীয় ট্যাবলেট ও ১ হাজার ৬৪৫ পিস নেশা জাতীয় ইনজেকশন।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার, ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ্ উদ্দিন ও পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।