বারোবাজারে রেললাইনের পাশে অবৈধ মাছ বাজার


প্রকাশিত: ০৩:৪২ এএম, ২৯ আগস্ট ২০১৫

ঝিনাইদহের বারোবাজারে রেললাইনের পাশে অবৈধভাবে গড়ে উঠেছে মাছের বাজার। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে স্থানটি। কিন্তু অবৈধ এ মাছের বাজার উচ্ছেদে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।

জানা গেছে, আশির দশকের গোড়ার দিকে রেলস্টেশনে পাশে এ মাছের বাজার গড়ে উঠে। প্রথমে হাতে গোনা কয়েকটি মাছের আড়ত থাকলেও পরবর্তীতে রেললাইনের পাশ ঘেঁষে আড়ত ও মাছের বাজার গড়ে উঠে। বর্তমানে রেললাইনের দু পাশেই মাছের জমজমাট বাজার। মাঝখান দিয়ে শুধু লাইন চলে গেছে। আর ট্রেন চলাচলের জন্য লাইনটিও যেন ফাঁকা থাকছে না।

এই রেল লাইনের উপরেই দেদারছে বসছে বাজার। ট্রেন আসলেই ছোটাছুটি করে লাইনের উপর থেকে সরে যাচ্ছে মাছ বিক্রেতা ও সাধারণ মানুষ। ফলে ঘটছে ছোটবড় দুর্ঘটনা। তবুও এই অবৈধ মাছের বাজার উচ্ছেদে নেই রেল কর্তৃপক্ষের কোনো উদ্যোগ।

আরো জানা যায়, ২০০৭ সালে ১/১১ এরপর অবৈধ মাছ বাজার ভেঙে দেয়া হয়। তারপর ২০০৯ সালে আবার মাছের আড়ত ও মাছ বাজার গড়ে উঠেছে। ঝুঁকিপূর্ণ হলেও আইন কানুনের কোনো তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলেন, এখানে বাজার অবৈধ হলেও আমরা ব্যবসা করছি। মূলত বাজারের কারণে কোনো সমস্যা হয় না। ট্রেন আসলে আমরা দৌঁড় দেই।

তবে স্থানীয়দের দাবি, এই অবৈধ মাছ বাজার যেন শিগগিরই উচ্ছেদ করা হয় নাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।