কিভাবে তৃতীয়জন মনোনয়ন পেলেন প্রশ্ন ওলিও’র
তৃণমূলের ভোটে প্রথম-দ্বিতীয় হওয়া প্রার্থীকে বাদ দিয়ে তৃতীয় প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থী ফিরোজুর রহমান ওলিও।
সোমবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ প্রশ্ন তোলেন ওলিও। তিনি তৃণমূলের ভোটে দ্বিতীয় হয়েছিলেন। ওলিও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের টানা পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান।
ওলিও বলেন, প্রথম-দ্বিতীয় প্রার্থীদের বাদ দিয়ে কিভাবে তৃতীয়জনকে মনোনয়ন দেয়া হলো সেটা বুঝতে পারছি না। বাজারে রিউমার ছড়িয়েছে ‘এত কোটি’ টাকা দিয়ে মনোনয়ন এনেছে। তা না হলে তৃতীয়জন কিভাবে মনোনয়ন পায়?
তিনি বলেন, আমি কখনোই উপজেলা পরিষদ নির্বাচন করতে চাইনি। এলাকার মানুষ আমাকে নির্বাচন করার জন্য পাগল করে ফেলেছে! তাই মানুষের ভালোবাসার জন্যই আমি নির্বাচন করার ঘোষণা দিয়েছিলাম।
তিনি আরও বলেন, দলীয় মনোনয়নের বাইরে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা না থাকায় এবং সদর উপজেলার বিভিন্ন স্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আমি নিজেকে মানুষের কল্যাণে নিবেদিত রাখতেই প্রার্থী হয়েছি।
এর আগে গত ২৭ জানুয়ারি তৃণমূলের ভোটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছয়জনের মধ্যে থেকে তিনজন নির্বাচিত হন। এরা হলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও এবং সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। পরে শুক্রবার (১ মার্চ) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলমকে দলের মনোনয়ন দেয়া হয়।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস