নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস : আটক ২


প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৮ আগস্ট ২০১৫

জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই যুবককে আটক এবং পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে নিয়োগ পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

আটকরা হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র কবীর হোসেন (২৪) ও জয়পুরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র আবু কাহার (২৩)। কবীর হোসেন কুড়িগ্রাম সদর উপজেলার ধোনাই গাছী গ্রামের আকবর হোসেনের ছেলে এবং আবু কাহার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনধারা গ্রামের শাহারুল ইসলামের ছেলে।

এছাড়া জয়পুরহাট সরকারি কলেজ কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দণ্ডপ্রাপ্ত যুবক আব্দুল হান্নান (২৪) একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র। তিনি নওগাঁর ধামুইরহাট উপজেলার জাহানপুর গ্রামের শামছুল আলমের ছেলে।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের বদর উদ্দিন সড়ক এলাকার অধ্যাপক আব্দুল আজিজের বাসায় অভিযান চালায়।

সেখানকার ভাড়াটে পালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াহেদ আলীর বাসা থেকে উত্তর লিখে সরবরাহ করার সময় প্রশ্নপত্রসহ ওই দুই যুবককে আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা তাদের অপকর্মের কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে আরো কারা জড়িত আছে সে ব্যাপারে পুলিশ আটকদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।

অন্যদিকে, কেন্দ্রে মোবাইল ফোন না নিয়ে যেতে পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়। এরপরও কয়েকজন বখাটে যুবক পুলিশকে বাধা দেয়া ছাড়াও ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় কলেজছাত্র হান্নানকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।
 
এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।