অনন্ত হত্যা মামলায় দুইজন গ্রেফতার


প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৮ আগস্ট ২০১৫

সিলেট মহানগরের সুবিদবাজারে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার গভীররাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

তারা হলেন, কানাইঘাটের পূর্ব পালজুর গ্রামের হাফিজ মইনুদ্দিনের ছেলে মান্নান ইয়াহিয়া ওরফে মান্নাম রাহী ও মোহাইমিন নোমান ওরফে এএএম নোমান। গভীররাতে তাদেরকে গ্রেফতার করা হলেও সারাদিন বিষয়টি গোপন রাখে সিআইডি।

তবে শুক্রবার রাতে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ।

কয়েক মাস আগে সিলেট মহানগরের মুন্সিপাড়া থেকে গ্রেফতার হওয়া জঙ্গি ফারাবির সূত্র ধরে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।তবে বিষয়টি নিয়ে এখনই মুখ খুলছেন না সংশ্লিষ্টরা।

শুক্রবার রাত ৯টার দিকে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হবে জানিয়েছেন রহমত উল্লাহ।

এর আগে অনন্ত হত্যা মামলায় গত ৭ জুন সিলেটের স্থানীয় একটি দৈনিকের আলোকচিত্রী ইদ্রিছ আলীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেও তার কাছ থেকে কোনো তথ্য পায়নি সিআইডি।

প্রসঙ্গত, ১২ মে নগরীর সুবিদবাজারে ব্লগার অনন্তকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।এরপর এর দায় স্বীকার করে আনসার উল্লাহ বাংলা টিম নামের একটি জঙ্গি সংগঠন টুইট করে।

ছামির মাহমুদ/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।