রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কবির উদ্দিনের দাফন


প্রকাশিত: ০১:১১ পিএম, ২৮ আগস্ট ২০১৫

রাষ্ট্রীয় মর্যাদায় ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা আলহাজ কবির উদ্দিন আহম্মেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা সালান্দর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এর আগে স্থানীয় প্রশাসন তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর জিতেন্দ্রনাথ রায়, সদর থানা পুলিশের ওসি মেহেদি হাসান।

বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজে বার্ধ্যক্যজনিত কারণে মৃত্যু হয় মুক্তিযোদ্ধা আলহাজ কবির উদ্দিন আহম্মেদের।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ২ আসনের সাংসদ সদস্য দবিরুল ইসলাম, ৩ আসনের সাংসদ সদস্য ইয়াসিন আলী, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

রবিউল এহসান রিপন/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।