স্বাস্থ্যসেবায় দক্ষিণ এশিয়ায় মাইলফলক হবে রাজশাহী
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, স্বাস্থ্যসেবায় দক্ষিণ এশিয়ার মধ্যে মাইলফলক হবে রাজশাহী। শনিবার ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন বিষয়ক অ্যাডভোকেসি সভায় এ মন্তব্য
করেন তিনি।
সকালে নগর ভবনের সিটিহল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র লিটন। এতে সভাপতিত্ব করেন রাসিকের স্বাস্থ্য, শিক্ষা ও স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি নুরুজ্জামান টুকু।
সভায় মেয়র লিটন বলেন, রাসিকের সব বিভাগের মধ্যে সেবা প্রদানে এক নম্বরে স্বাস্থ্য বিভাগ। টিকাদান কার্যক্রমে দেশজুড়ে ৯ বার প্রথম স্থান অর্জন করেছে রাসিক। তাছাড়া টিকা কার্যক্রমের রাসিকের সাফল্য প্রায় শতভাগ।
আগামীতে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও জোরদার করা হবে।
লিটন আরও বলেন, টিকাদান কার্যক্রমে যারা দায়িত্ব পালন করেন, তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগামীতে আরও প্রশিক্ষণ দেয়া হবে। যেসব স্বাস্থ্যকর্মী মাঠপর্যায়ে কাজ করেন, তাদের কাজের গতি বৃদ্ধিতে ট্যাব দেয়া হলো।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিকক্ষেত্রে দেশের উন্নয়ন করছেন। স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে দেশজুড়ে ইউনিয়ন পর্যায়ে সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ভাতা প্রদান অব্যাহত রেখেছেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন- প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু ও তাহেরা বেগম মিলি, পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাসিক সচিব রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক রাশেদুল কবির প্রমুখ।
ফেরদৌস সিদ্দিকী/এএম/এমকেএইচ