বাবার বাড়ি যেতে না দেয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০২ মার্চ ২০১৯
প্রতিকী ছবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গিতা রানী (২৪) নামে অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলান্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নন্দীগ্রাম পৌরসভার কালিকাপুর গ্রামের শোয়ার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাতের কোনো একসময় গলায় রশি দিয়ে অন্তঃসত্ত্বা এই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। তিনি ওই গ্রামের প্রবাসী রতন চন্দ্রের স্ত্রী।

গিতা রানীর বড় ভাই গিরেন চন্দ্র বলেন, গিতার স্বামী রতন চন্দ্র গত বছরের অক্টোবর মাসে কাজের জন্য দেশের বাইরে যায়। গিতার স্বামীর বাড়ি ও বাবার বাড়ি একই গ্রামে। দুই বাড়ি পাশাপাশি হওয়ায় শুক্রবার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার নিয়ে বাবার বাড়িতে যেতে চেয়েছিল গিতা। ওই সময় গিতাকে গ্যাস সিলিন্ডার নিয়ে বাবার বাড়ি যেতে বাধা দেয় শাশুড়ি। এ নিয়ে বউ-শাশুড়ির মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে অভিমান করে রাতে সবার অজান্তে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে গিতা। গিতা রানী অন্তঃসত্ত্বা ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানা পুলিশের এসআই জিন্নুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

লিমন বাসার/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।