নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিলেন মাশরাফি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীর ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা,যোগিয়া, ধোলাইতলা কোটাকোল এবং পরে জয়পুর ইউপির আস্তাইল, আড়িয়ারা,আমডাঙ্গা এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেন।

মাশরাফি বিন মর্তুজা বলেন, মধুমতি নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ তালুকদার, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদের হল রুমে মাসিক আইন-শৃঙ্খলা সভায় যোগ দেন মাশরাফি বিন মর্তুজা। এরপর লোহাগড়া পৌরসভা আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেয়র আশরাফুল আলম, প্যানেল মেয়র বুলবুল ইসলাম বুলু, কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

হাফিজুল নিলু/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।