বঙ্গবন্ধু সেতুর টোল সিস্টেম বিকল, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় সিস্টেম বিকল হয়ে গেছে। ফলে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ রাখার পর ম্যানুয়াল পদ্ধতিতে পুনরায় টোল আদায় শুরু করেছে সেতু কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুর ২টা ৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সেতুতে টোল আদায় বন্ধ ছিল। পরে সেতু কর্তৃপক্ষ ম্যানুয়াল পদ্ধতিতে আবার টোল আদায় শুরু করলে সেতু দিয়ে যান চলাচল শুরু হয়।

সূত্রে জানা গেছে, বর্তমানে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর আগে কয়েক বছর টোল আদায় করেছে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস)। সিএনএস টোল আদায়ের সময় তাদের নিজস্ব সিস্টেম দিয়ে সেতুতে টোল আদায় করতো। পরবর্তীতে সিএনএসের কন্ট্রাক্ট বাতিল হলেও তাদের সিস্টেম দিয়েই টোল আদায় শুরু করে সেতু কর্তৃপক্ষ। এতে মাঝে মধ্যেই সিস্টেম বিকল হয়ে সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে বঙ্গবন্ধু সেতুতে স্থাপিত টোল আদায়ের সিস্টেম নেটওয়ার্ক ও সফটওয়্যারে সমস্যা দেখা দিলে সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সিস্টেম অচল ছিল। পরে সেতু কর্তৃপক্ষ ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় শুরু করলে যান চলাচল শুরু হয়। এ সময় সেতুর উভয় পাশে কিছুটা যানজট ছিল। সেতুতে টোল আদায় শুরু হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে বিবিএ’র বঙ্গবন্ধু সেতু সাইটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, সিএনসের সিস্টেম ভাড়া নিয়ে সেতুতে টোল আদায় করা হচ্ছে। ইন্টারনেট জটিলতার কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। তারপরও যাতে সেতুতে যানজটে ভোগান্তি না হয় সে ক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।